
শনিবার, ২৯ আগস্ট, ২০২০।। ১৯:১০
নিজস্ব প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা জেলার আশুলিয়া থানা তাঁতীদলের উদ্যোগে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব মানুষের মাঝে ত্রাণবিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট, ২০২০) দুপুরে আশুলিয়ায় ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এসময় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবর রহমান, ঢাকা মহানগরীর আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদ উল্লাহ, কেন্দ্রীয় সদস্য ও লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী,
ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান কাজী, আশুলিয়া থানার সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, জোর করে ক্ষমতায় জার্মানির হিটলার,
ইরাকের সাদ্দাম, ইরানের শাহেন শাহ, পাকিস্তানের আইয়ুব খান, ইয়াহিয়া, টিক্কা খান জোর করে ক্ষমতায় থাকতে পারে নাই।
বর্তমান সরকারও থাকতে পারবে না। আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণের কাছে যেতে হবে।
তাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের হতাশ হলে চলবেনা।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে তিনি বলেন, বিএনপি জনকল্যাণমুখী দল, মানুষের কল্যাণে কাজ করছে।
নেতাকর্মীরা এই করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা দেখে সাধারণ মানুষ সত্যিই বিস্মিত।
সাধারণ তাঁতীরা এবং দেশের মানুষ আজ করোনায় ও বন্যায় দিশেহারা। সারাদেশে আজ অনেক তাঁত বন্ধ।
তাই দেশের মানুষের ও তাঁতীদের পাশে থেকে সাহায্য করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান আবুল কালাম আজাদ।
আরো পড়ুন: বন্যার্তদের জন্য বিএনপির আর্থিক ফান্ড গঠন
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/