স্বেচ্ছাসেবক লীগ
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

৪ সেপ্টেম্বর ২০২০।। ১৩.০৫
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে অব্যাহতি দেয়া হয়।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলাকারী দু’জনই যুবলীগের
চিঠিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আজ (৩ সেপ্টেম্বর) থেকে ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/