স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাল

১৮ অক্টোবর ২০২০।। ২০.৫৭
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির তালিকা ‘দেখে দিলে’ আগামীকাল কমিটির ঘোষণা হবে।
আগামীকাল থেকে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্য়ক্রম শুরু হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রোববার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বক্তব্য রাখেন।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/