একইদিনে আওয়ামী লীগের ৫ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি

২০ অক্টোবর ২০২০।। ০২.২৭
নিজস্ব প্রতিবেদক
সম্মেলনের ১১ মাস পর একই দিনে আওয়ামী লীগের ৫টি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এসব সংগঠনের মধ্যে রয়েছে- কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগ।
আরও পড়ুন: আওয়ামী লীগে বিতর্কিতদের তালিকা করার নির্দেশ
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিগুলো চূড়ান্ত অনুমোদন করেন।
অনুমোদিত কমিটির তালিকা নিজ নিজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দফতর সম্পাদক সায়েম খান।
সোমবার (১৯ অক্টোবর) এসব সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে পর্যায়ক্রমে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার কথা থাকলেও নানা কারণে প্রায় দীর্ঘ ১১ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল এই সংগঠনগুলো।
কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি :
সম্মেলনে সভাপতি কৃষিবিদ সমীর চন্দকে এবং উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এই দুই নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জমা দিলে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পায়।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখুন
স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি :
গত নভেম্বরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে নির্মল রঞ্জন গুহ সভাপতি ও এ কে এম আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এরপর গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। ১৫১ সদস্যের মধ্যে তিনটি পদ ফাঁকা রাখা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা
মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি :
মৎস্যজীবী লীগের সম্মেলনে সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় শেখ আজগর নস্কর।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখুন
মহিলা শ্রমিক লীগের কমিটি :
মহিলা শ্রমিক লীগের সম্মেলনে নতুন কমিটির সভাপতি হয়েছেন সুরাইয়া আক্তার, সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রহিমা আক্তার সাথী।
৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরী সভাপতি রয়েছেন শামসুন নাহার, সহ-সভাপতি হিসেবে রয়েছেন ১১ জন।
শ্রমিক লীগ :
সম্মেলনের ১১ মাস পর দুটি পদ ফাঁকা রেখে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয় শ্রমিক লীগ।
গত বছর নভেম্বরে শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে ফজলুল হক মন্টুকে সভাপতি এবং কে এম আযম খসরুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/