
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার দুইটি উপজেলায় কমিটি স্থগিত করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
শনিবার (০৭ নভেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস করোনাক্রান্ত
সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/