ইসলাম ও আলেমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে
২০ ডিসেম্বর ২০২০।। ২৩.০৫

নিজস্ব প্রতিবেদক
দেশে ইসলাম ও আলেমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ।
তারা বলেন, আলেম-ওলামাদের বিরুদ্ধে ইসলামের দুশমনরা মাথা চাড়া দিয়ে উঠেছে।
আল্লামা নূর হোসাইন কাসেমীর (রহ.) চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের শত্রুদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে।
মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের সিপাহসালার একজন প্রখ্যাত হাদিস বিশারদ ও মানুষ গড়ার দক্ষ কারিগর। তার হাতে গড়া লক্ষ লক্ষ ছাত্র সারাদেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন।
- আরও পড়ুন: আলেমদের প্রয়োজন হলে সঙ্গী শেষ হলে জঙ্গী: আলাল
- হেফাজতের কমিটিতে রয়েছেন যারা
- নূর হোসাইন কাসেমির শুন্যতা সহজে পূরণ হবে না: বিএনপি
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর স্মরণে বাংলাদেশ খেলাফত আন্দোলনের রোববার (২০ ডিসেম্বর) কামরাঙ্গীরচর মাদরাসায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
এতে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম জিহাদী,
ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড.মাওলানা ঈসা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের,
খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী,
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর পুত্র মাওলানা জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ,
মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আফম আকরাম হুসাইন ও মুফতি আবুল হাসান কাসেমী।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, আল্লামা কাসেমী ছিলেন চলমান সকল বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক।
মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক।
কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
সভায় মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর রূহের মাগফেরাত ও জান্নাতের
সুউচ্চ মাকাম কামনা করে দোয়া করা হয়।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/