
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও ওলামা দলের ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
এর মধ্যে যুবদলের ১জন, ছাত্রদলের ৩জন এবং ওলামা দলের ১ জন নেতা।
তারা হলেন: নেত্রকোণা জেলার মদন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান অলি, মদন পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠু, মদন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ আহমেদ লায়ন এবং মদন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাশরিকুর রহমান বাচ্চু ও মদন উপজেলা ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ।
শনিবার (২৬ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নেতাকে বহিষ্কার করার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক
নেত্রকোণা জেলাধীন যুবদল, ছাত্রদল ও ওলামা দলের এসব নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল
পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/