ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
০১ জানুয়ারি ২০২০।। ২৩.৪৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
- আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের ভার্চুয়াল আলোচনা
- আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে জাতীয়তাবাদী ছাত্রদল
- শিবচরে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে: মির্জা ফখরুল
- হাটহাজারীতে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুক্রবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, হাদীউজ্জামান জনি,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা,
সদস্য সচিব তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাজিদ হাসান জনি, সদস্য সচিব কামরুল ইসলামসহ ছাত্রদলের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical