নেত্রকোণায় কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন সামি খান

০৫ জানুয়ারি ২০২১।। ১৫.৫০
নিজস্ব প্রতিবেদক
হেফজুল কুরআন প্রতিযোগীতা- ২০২০ নেত্রকোণায় প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মোঃ সামি খান।
তিনি বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের ভাতিজা।
তারগীবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ীর হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেন প্রতিযোগিতার বিচারক হাফেজ ক্বারী মওলানা জিয়াউদ্দিন আহমেদ।
- আরো পড়ুন: হেফাজতের কমিটিতে রয়েছেন যারা
মোঃ সামি খান নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বল্প শুনই খাঁ বাড়ির এক মুসলিম সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন।
তাদের পূর্ব পুরুষদের নির্মিত শুনই দারুসসালাম মাদ্রাসায় শিক্ষার হাতেখড়ির মধ্যে দিয়ে পারিবারিক ধর্মীয় মূল্য বোধে বেড়ে ওঠা।
আটপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা এখানে থেকে প্রতিযোগীতায় অংশ নেয়।
আটপাড়া হাফিজিয়া মাদ্রাসার মোহাতামিম মওলানা মফিজুর রহমান, দাদা আব্দুর রহিম খান,
পিতা কামরুজ্জামান খান তার এক ছোট চাচা আমিরুল ইসলাম খান কুরআনের হাফেজ।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical