
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের টানা ক্ষমতায় থাকার এক যুগপূর্তিতে মহানগর সাবর্জনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা হয়।
প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, অসিম কুমার উকিল এমপি, ড. নিম চন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন কুমার সাহা,
জেএল ভৌমিক, পূরবী মজুমদার, পদ্মাবতী দেবী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বলরাম পোদ্দার, বীনা সাহা, প্রাণতোষ আচার্য্য শিবু,
বিপ্লব দে, সুজিত ঘোষ, দিলীপ ঘোষ, ইতি সরকার লাকী, শ্যামলী মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের টানা ক্ষমতায় থাকার এক যুগপূর্তি আজ ৬ জানুয়ারি।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাত্রা শুরু করে আওয়ামী লীগ সরকার।
এরপর ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে টানা ১২ বছর ক্ষমতায় রয়েছে দলটি।
এর আগে ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/