
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
শনিবার (০৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌর বাজারের সামনের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে প্রধান সড়কে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় আগেও মামলা আছে।
নোয়াখালীর এক আওয়ামী লীগ নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল-সমাবেশ করছিল যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের উদ্যোগে শনিবার সকালে মাইজদী পুরাতন বাস
স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে গিয়ে শেষ হয়।
সাবের আহমেদ অভিযোগ করেন, মিছিল শেষে সমাবেশ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সুধারাম মডেল থানার একদল পুলিশ সমাবেশে অতর্কিত হামলা চালায়।
এ সময় মিজানকে আটক করে পুলিশ। তিনি গ্রেপ্তার মিজানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/