
নিজস্ব প্রতিবেদক
সন্তানরা প্রতিদিন কোথায় যায়? কাদের সাথে মিশে? কিভাবে বাইরে সময় কাটাচ্ছে? সে বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আযহারী।
সন্তানদের মনিটিরং এবংবিশেষ করে কন্যা সন্তানদের বিষয়ে স্ট্রিক হওয়ারও আহ্বান জানান তিন।
শনিবার (০৯ জানুয়ারি) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি অভিভাবকদের প্রতি এই আহ্বান জানান।
নিচে মিজানুর রহমান আযহারীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধলা হলো:
আপনার আদরের সন্তানরা প্রতিদিন কোথায় যায়? কার সাথে মিশে? বাইরে কিভাবে সময় কাটায়? এসব ব্যাপারে নিয়মিত খোঁজ নিন এবং মনিটরিং করুন।
- আরও পড়ুন: নেত্রকোণায় কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন সামি খান
- নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিলেন সাকিব
বিশেষ করে, আপনার কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে কিছুটা স্ট্রিক্ট হোন। সন্তানের প্রতি বাবা-মায়ের উদাসীনতা, নৈতিক মূল্যবোধের চর্চার অভাব এবং সন্তানকে অতিরিক্ত প্রশ্রয়—অধিকাংশে তাদের উচ্ছৃঙ্খল ও অবাধ্য করে তোলে।
আপনার সামান্য অবহেলায় নষ্ট হয়ে যেতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যত, এমনকি বিপন্ন হতে পারে তাদের সুন্দর জীবন।
উঠতি বয়সের তরুণ তরুণীদের ক্ষেত্রে— সঙ্গদোষ একটি বড় সমস্যা। কু-সঙ্গে বিপথগামীদের সাথে মিশে, আপনার প্রিয় সন্তানটিও হয়ে যেতে পারে মাদকাসক্ত কিংবা জড়িয়ে পড়তে পারে কোন কিশোর গ্যাং এর সাথে অথবা সেক্সুয়ালি এবিউজ্ড হতে পারে আপনার আদরের মেয়েটিও।
তাই আদর, সোহাগ আর আহ্লাদের পাশাপাশি সন্তানকে যথাযথ শাসন করুন এবং নৈতিকতার শিক্ষা দিন।
আর তা না হলে, পরম মমতায় আগলে রাখা আপনার আদরের সন্তানটিও, সঙ্গদোষে হয়ে উঠতে পারে অন্ধকার পথের যাত্রী।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/