খুলনায় বিএনপি নেতা বকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৬ জানুয়ারি ২০২১।। ০৮.৩০
নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে খুলনার দুস্থ, অসহায়, বাস্তুহারা ও ছিন্নমূল মানুষের মাঝে ১৪তম দিনের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
- আরো পড়ুন: খুলনায় বিএনপি নেতা বকুলের শীতবস্ত্র বিতরণ অব্যাহত
- রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় খুলনা মহানগরীর দৌলতপুর থানার ১নং ওয়ার্ডের মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজ প্রাঙ্গণে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম শিকদারের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি নেতাঃ সাজ্জাত হোসেন তোতন,
মুরশিদ কামাল, শেখ সাদী, শেখ ইমাম হোসেন, মাজেদ, ইঞ্জিঃ নুরুল ইসলাম বাচ্চু, আঃ জলিল হাওলাদার,
শাহজাহান খান, লোকমান হোসেন, আ: সাত্তার, হেমায়েত, শরীফ, সিদ্দিক, মুরাদ, আনোয়ার, আঃ মজিদ প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নেহিবুল হাসান নেহিম, মোল্লা সোহেল, এম এম জসিম, আমিরুল, রাকিব, আশরাফুল প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাউসার, খলিলুর রহমান প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মাইনুল ইসলাম, মোঃ পারভেজ মিজান, রনি, রিপ্পি প্রমুখ।
মহিলাদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রুমা, মদিনা, সাথী, পারভীন প্রমুখ।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical