জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি
১৭ জানুয়ারি ২০২১।। ১৬.২৩

নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
রোববার (১৭ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানিয়ে বলা হয়, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন। জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।
- আরও পড়ুন: শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
- জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা
২০ জানুয়ারি সংগঠনের উদ্যোগে সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে বেলা ২টায় শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা ও মহানগরে কর্মসূচি: দিনটি উপলক্ষে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করবে।
শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা করবে।
জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল ঘোষিত কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায়
পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ
সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical