
১৮ জানুয়ারি ২০২১।। ১৮.৩০
নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) জীবনাদর্শ ও রাষ্ট্র পরিচালনায় তার অবদান নতুন প্রজন্মকে জানাবে বিএনপি।
এ জন্য শহীদ জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও উন্নয়নের রাজনীতির ১৯ দফা কর্মসূচি এবং দেশ পরিচালনায় তার প্রতিষ্ঠিত বিএনপির অবদান সহ বিভিন্ন বিষয়বস্তুর উপর বছরব্যাপী রচনা প্রতিযােগিতার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি কর্তৃক গঠিত রচনা প্রতিযােগিতা কমিটি এ নিয়ে কাজ করছে।
এ লক্ষ্যে ইতিমধ্যে রচনা প্রতিযোগিতা কমিটি তিনটি ভার্চুয়াল সভা করেছে। গত ৩ জানুয়ারি, ১১ জানুয়ারি এবং ১৪ জানুয়ারি সভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান।
সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভাপতিসহ রচনা প্রতিযােগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম,
অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক মােঃ লুৎফর রহমান, অধ্যাপক ড. মােহাম্মদ ছিদ্দিকুর রহমান খান,
অধ্যাপক ড. মাে: সামছুল আলম, অধ্যাপক ড. মােঃ এমতাজ হােসেন, অধ্যাপক ড. মােঃ শফিকুল ইসলাম, এডভােকেট শাহানা আক্তার সানু,
ড. শামসুজ্জামান মেহেদী, রাজিব আহসান, মামুনুর রশীদ মামুন, মিসেস রুখসানা খানম মিতু, রেজাবুদ্দৌলা চৌধুরী,
ফজলুর রহমান খােকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, ইকবাল হােসেন শ্যামল, আমিনুর রহমান অমিন, সাইফ মাে: জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব, আমান উল্লাহ আমান প্রমুখ।
ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, স্বাধীনতার মহান ঘােষক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ,
বাংলাদেশী জাতীয়তাবাদ ও উন্নয়নের রাজনীতির ১৯ দফা কর্মসূচি এবং দেশ পরিচালনায় তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির অনন্য অবদান
এ দেশের নতুন প্রজন্ম তথা তৃণমূল পর্যায়ের জনগণের মাঝে বিস্তার ঘটানাের লক্ষ্যে বিভিন্ন স্তরে ও বিভিন্ন বিষয়বস্তুর উপর বছরব্যাপী রচনা প্রতিযােগিতার বিষয়ে বক্তাগণ বিশেষ গুরুত্বারােপ করেন ।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical