১২ জুলাই ২০২১।। ১৫.০০
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের উপসর্গ থাকা ও করোনা আক্রান্ত রোগীদের সেবায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন- বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহবায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আরো পড়ুন: মানবতার সেবায় ঝিনাইদহ জেলা বিএনপি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও ড্যাব এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল লতিফ।
সভা পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ জেলা বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের নেতৃবৃন্দের অংশগ্রহণ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশ ও সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা ও অংশগ্রহন।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical
পিএনবি/এসআই