বিনোদন ডেস্ক
অতিমারি করোনাভাইরাসের আঘাত না আসলে এতোদিনে হয়তো গাটছড়া বেধে ফেলতেন বলিউডের পরিচিত মুখ রণবীর কাপুর ও আলিয়া ভাট।
অবশেষ জানা গেল এই দুই তারকা চলতি বছরেই বসতে যাচ্ছেন বিয়ের পীঁড়িতে। আর এই খবর জানিয়েছেন স্বয়ং লারা দত্ত।
স্বাভাবিকভাবেই লারা দত্তের মুখে রণবীর ও আলিয়ার বিয়ের সুখবর পেয়ে আনন্দে ভাসছেন তাঁদের ভক্তরা।
সম্প্রতি টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাত্কারে লারা দত্ত বলেন, চলতি বছরের শেষেই বিয়ে করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।
- আরও পড়ুন: আমির খান-কিরন রাওয়ের ডিভোর্সের সিদ্ধান্ত
- আরও পড়ুন: তৃতীয় বিয়ে করলেন শমী কায়সার
ইন্টারভিউতে লারা বলেন, আমার বিশ্বাস ওরা এবছরেই বিয়ে সেরে ফেলবে।’ একই সঙ্গে নিজেকে পুরনো জেনারেশনের বলে দাবি করেন লারা।
তিনি বলেন, আমি হয়তো এখন কিছু একটা বলে দেব বলিউডের কোনও কাপলকে নিয়ে। কিন্তু হয়তো এটাও জানি না, এখন তাঁরা আর একসঙ্গে আছেন কি না।
তবে রণবীর-আলিয়ার ক্ষেত্রে তিনি খানিক নিশ্চিত হয়েই বলেন, ২০২১ সালেই এই শুভ কাজ সেরে ফেলবেন বলিউডের মোস্ট হ্যাপেনিং এবং চর্চিত লাভ বার্ডস।
২০১৭ সাল থেকে প্রেম করছেন আলিয়া-রণবীর। প্রায়শই আলিয়া তাঁর ইনস্টাগ্রামে রণবীরের পরিবারের সঙ্গে কাটানো আনন্দ মুহূর্তগুলি তুলে ধরেন।
তারকা যুগল নিজেদের ছবি খুব বেশি পোস্ট করেন না। তবে তাঁদের কয়েকটি লেখার মধ্যে একে অপরের প্রতি প্রেম ফুটে ওঠে।
যদিও তাঁদের পরিবারের কেউ রণবীর-আলিয়াকে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছুই বলেননি।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical