পিএনবিডি ডেস্ক
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সোমবার (০৬ সেপ্টেম্বর) এই স্কোয়াড ঘোষণার পরপরই নতুন এক খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট।
বিশ্বকাপ দল দেওয়ার কিছুক্ষণ পরেই জানা গেল পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন।
- আরও পড়ুন: টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চমক
পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় মাসের মতো, এর মধ্যে দেশটির দুই কোচের পদত্যাগের বিষয়টি বেশ বিস্ময়কর।
বোর্ডের সঙ্গে এখনো এক বছরের চুক্তির মেয়াদ বাকি আছে মিসবাহ ও ওয়াকারের।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/
আমাদের টুইটার প্রোফাইল ফলো করুন: https://twitter.com/BdPolitical