নিজস্ব প্রতিবেদক
মাসিক ২০ হাজার ডলারে সরকার যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ।
নেলসন মুলিন্স নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি মাসে ২০ হাজার ডলারে প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, তিনি বলেন, আশা করি, প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক গভীর ও বেগবান করতে সহায়তা করবে।
তিনি বলেন, মামলা লড়বার জন্য প্রতিনিধি নিয়োগ চুড়ান্ত পর্যায়ে। আমরা তিনটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি।
এখান থেকে সবচেয়ে ভালো পরামর্শ আমরা গ্রহণ করব। অন্যদিকে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ র্যাব নিয়ে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা চায় না। বাংলাদেশ যথেষ্ট পরিমাণে যোগ্য এ ইস্যুটি নিজে সামলাতে।
ফেসবুক পেজ লাইক করুন: https://www.facebook.com/Polnewsbd/