নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না বলে জানিয়ে দিলেও আমরা চেষ্টা করব তাদের আনার জন্য।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা সাধ্যমত চেষ্টা করব।
সর রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য যা যা করা দরকার আমরা সব করব।