নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বিএনপির সাত নেতাকে আমন্ত্রণ জানিয়েছে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।
আজ বুধবার বেলা ১১টার দিকে সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণ দেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমন্ত্রণপত্র গ্রহণ করেন। দুলাল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ—এই সাতজনের নামে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।
বিএনপির কার্যালয়ে এ সময় রুহুল কবির রিজভী ছাড়াও দলীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন।
দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘তাঁরা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আশা করি তাঁরা আসবেন।’